Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০১

মাধুকরে সংবাদ প্রকাশের পর-সেই স্বেচ্ছাসেবলীগ নেতাকে  দল থেকে অব্যাহতি

মাধুকরে সংবাদ প্রকাশের পর-সেই স্বেচ্ছাসেবলীগ নেতাকে  দল থেকে অব্যাহতি

সুন্দরগঞ্জ প্রতিনিধি  ►

কনষ্টেবল পদে চাকরি দেয়ার নামে স্থানীয় দুই যুবকের নিকট থেকে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলকে খুঁজছে গাইবান্ধা ডিবি পুলিশ শিরোনামে দৈনিক মাধুকর ও মাধুকর ডট নিউজে সংবাদ প্রকাশের পর তাকে দলকে অব্যাহতি প্রদান করা হয়েছে।  রাসেল উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের ঈমার আলীর ছেলে ও বামনডাঙ্গা আব্দুল ডিগ্রি কলেজের প্রভাষক।

রোববার স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাসেলকে সংগঠন থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ,গঠনতন্ত্রে ৩৪ অনুচ্ছেদের “গ” উপ-ধারা মোতাবেক সভাপতি এবং সাধারন সম্পাদকের নির্দেশক্রমে সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। উপজেলায় এই সংবাদ ছড়িয়ে পড়ায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ মিষ্টি বিতরণ করেছেন।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারী গাইবান্ধা পুলিশ লাইনে কনস্টেবল পদে লোক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ন এবং চাকরি পাইয়ে দেয়ার কথা বলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের জাকারিয়া হোসেনের ছেলেকে চাকরি দেয়ার জন্য ৫ লাখ এবং কঞ্চিবাড়ি ইউনিয়নের ময়নুল ইসলামের নিকট থেকে ৩ লাখসহ মোট আট লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের মুলহোতা রাসেলসহ আরও চার সদস্য।

পরীক্ষা দেয়ার পর পরীক্ষার্থীরা জানতে পারে রাসেল তাদের সাথে প্রতারণা করেছে। প্রতারণার শিকার ওই দুই যুবকের পরিবারের সদস্যরা বিষয়টি তাৎক্ষনিক ভাবে গাইবান্ধা পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার মো. কামাল হোসেন প্রচারক চক্রের সদস্যদের আটকের জন্য গাইবান্ধা ডিবি পুলিশকে দায়িত্ব দেন।

ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৭ ফেব্রুয়ারী রাতে গাইবান্ধা হতে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও চক্রের মুল হোতা রাসেলকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের শফিকুল ইসলাম, গোলাম রব্বানী, শাহ আলম ও সাজেদুল ইসলাম সাজু। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের জাকারিয়া হোসেন সুন্দরগঞ্জ থানায় এ নিয়ে মামলা করে। গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান জানান, রাসেলকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। 


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad